Thursday, May 11, 2017
Saturday, May 6, 2017
কাজল মাখা চোখের জল
তোর কাজল মাখা চোখের জল মুছে নিলাম কম্পিত করতলে, আর আমার পাথর চাপা হৃদয়ের নিঃশব্দ ক্রন্দন মিশে যাক মৌন শতদলে...
প্রশ্বাস আছে বলেই মানুষের প্রতিমুহূর্তের নিরাকার বিশ্বাস, শ্বাস থেকে নিশ্বাস জীবনে চুপিসারে কত ভাঙা-গড়ার আশ্বাস। বোধ থাকলেই কি সবসময় মনকে দেয়া যায় প্রবোধ, অনুরোধে বা প্রতিরোধে গতিময় সময়ের হয় না কভু গতিরোধ। এ সবই সময়ের চাওয়া, জীবনের বাস্তবতা।
Tuesday, May 2, 2017
পিকেএসএফ আমার কর্মক্ষেত্র ও কিছু স্মৃতি
ফেলে আসা দিন, আমি ফেলে আসি না। সঙ্গে করে বয়ে বেড়াই, হয়তো সব প্রকাশ করতে পারি না। দিন যায়, কথা থাকে...
গত ১৪টি মাস পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এ কর্মরত ছিলাম। কত কিছু জেনেছি, শিখেছি। কিছু ভালো মানুষের সান্নিধ্যে ছিলাম, যাঁদেরকে জীবনের বিভিন্ন আকে-বাঁকে প্রয়োজনে-অপ্রয়োজনে মনে পড়বে। পিকেএসএফ এ চাকুরির একটি সুন্দর পরিবেশ বিরাজমান, যা সারাজীবন মনে রাখার মতো।
গত ১৪টি মাস পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এ কর্মরত ছিলাম। কত কিছু জেনেছি, শিখেছি। কিছু ভালো মানুষের সান্নিধ্যে ছিলাম, যাঁদেরকে জীবনের বিভিন্ন আকে-বাঁকে প্রয়োজনে-অপ্রয়োজনে মনে পড়বে। পিকেএসএফ এ চাকুরির একটি সুন্দর পরিবেশ বিরাজমান, যা সারাজীবন মনে রাখার মতো।
Subscribe to:
Posts (Atom)